সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ০৮:৩২:২৩

সচেতন মুসলমান হিসেবে আমি পূজা উদ্বোধন করবো না : সাকিব

সচেতন মুসলমান হিসেবে আমি পূজা উদ্বোধন করবো না : সাকিব

স্পোর্টস ডেস্ক : কলকাতায় কালিপুজার অনুষ্ঠানে অংশ নেওয়ায় কারো অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী। সোমবার (১৬ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব বলেছেন, ''অনেকেই বলছে আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়টাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রাপ্তি। আমি আশা করবো আপানারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে সেটিও আমরা চেষ্টা করবো।''

গত সপ্তাহে সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, এমন খবরের পর 'মহসিন তালুকদার' নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিবকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়া হয়। ওই যুবকের বাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার মইয়ারচর বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে