সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩১:৩৭

অস্ট্রেলিয়ার কাছে ভারতের নাস্তানাবুদ হয়ে লজ্জার ৩৬ রানে অলআউট হওয়ার আসল কারণ খুঁজে পেলেন মিরাজ

অস্ট্রেলিয়ার কাছে ভারতের নাস্তানাবুদ হয়ে লজ্জার ৩৬ রানে অলআউট হওয়ার আসল কারণ খুঁজে পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : ৩৬ রানে মাঠ ছাড়তে হবে ভারতের মতো শক্তিশালী দলকে, এটা কারও হয়তো চিন্তায় ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে লজ্জার এই রান নিয়ে খেলা শেষ করতে হয়েছে ভারতীয় দলকে। তাহলে কি বিশ্বসেরা ব্যাটসম্যান থাকা দলটি কি খারাপ হয়ে গেল?

অস্ট্রেলিয়ার কাছে ভারতের নাস্তানাবুদ হয়ে লজ্জার ৩৬ রানে অলআউট হওয়ার আসল কারণ খুঁজে পেলেন মিরাজ
। অবশ্য মানতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে গোলাপি বলের প্রথম টেস্টই খেলেছিল বাংলাদেশ। আর তাইতো মিরাজও ভালো করে জানেন গোলাপি খেলাটা অনেক কঠিন।

ভারতের রেকর্ড গড়া লজ্জাজনক ইনিংস নিয়ে ভারতের একটা দৈনিককে মিরাজ বলেছেন, “আসলে গোলাপি বলে ব্যাটিং করা কঠিন। দ্বিতীয় ইনিংসে তো আরও কঠিন। কারণ উইকেটটা সেরকম থাকে না যেমনটা থাকে স্বাভাবিক অবস্থায়। একই সঙ্গে রাতে বল মুভমেন্ট করতে থাকে।”

“ওরা (অস্ট্রেলিয়া) হয়তো ভালো বোলিং করেছে। যদিও আমি পুরো খেলাটা দেখিনি। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি মনে করি ক্রিকেটে যে কোনো কিছই হতে পারে। ভারত যে খারাপ দল সেটা বলার উপায় নেই। ভারত বিশ্বমানের দল। তাদের খেলোয়াড়রাও বিশ্বমানের।”– যোগ করেন তিনি।

এছাড়া গোলাপি বলে বাংলাদেশের খেলা নিয়ে মিরাজ আরও বলেন, “আমরা সম্পূর্ণ নতুনভাবেই খেলেছি। গোলাপি বলে এর আগে কখনো খেলিনি। আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু ভারতের সবাই বিশ্বমানের ক্রিকেটার। আমরা আসলে মানিয়ে নিতে পারিনি। তাই আমাদের জন্য গোলাপি বলে টেস্ট কঠিন ছিল। তারপরও আমাদের জন্য ইতিবাচক দিক ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছিল।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে