সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯:২৪

আজ যা করলেন আশরাফুল তাতে সবাই অবাক!

আজ যা করলেন আশরাফুল তাতে সবাই অবাক!

স্পোর্টস ডেস্ক : ‘দ্য হ্যানড্রেড’ বা একশো বলের ক্রিকেট নামে নতুন এক সংস্করণের উদ্ভাবন ঘটিয়েছিল ইংল্যান্ড। চলতি বছর মাঠে গড়ানোর কথা ছিল এই সংস্করণের এক টুর্নামেন্ট।

কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে গেছে আগামী বছর। সেই একশো বলের সংস্করণের আদলে ময়মনসিংহে শুরু হয়েছে একটি টুর্নামেন্ট।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডার। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১০৬ রান সংগ্রহ করেছে ময়মনসিংহ টাইগার্স।

আজ যা করলেন আশরাফুল তাতে সবাই অবাক! যেখানে মাত্র ১ রান করে আউট হন আশরাফুল। ৪ বল মোকাবেলায় এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। মোহাম্মদ আশরাফুল ছাড়াও রাকিবুল হাসান খেলছেন ময়মনসিংহ টাইগার্সে। অন্যদিকে ময়মনসিংহের ছেলে শুভাগত হোমের সঙ্গে ময়মনসিংহ থান্ডার্সে খেলছেন তৌহিদ হৃদয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে এই আয়োজন করছে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পাঁচ দিনের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। ‘এ’ গ্রুপে খেলবে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। ‘বি’ গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস নামের তিন দল।
সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে রাইডার্স। সৈকত আলী আর ইলিয়াস সানিকে ঈগলসে খেলতে দেখা যাবে। এছাড়া নাসির হোসেন, তানজিদ হাসান তামিম খেলবেন সিক্সার্সে, আরাফাত সানি খেলবেন ওয়ারিয়র্সে। একই দলে যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীর খেলার কথা থাকলেও তিনি নিজে নিশ্চিত করেননি।

ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি দেখানো হবে। দু’টি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে