শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:০১:১৮

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মাশরাফির থাকা নিয়ে গুঞ্জন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মাশরাফির থাকা নিয়ে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক: য়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আবারও আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ওয়ানডে দলে চাইছেন তার ভক্তরা। তাদের দাবি, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে উজ্জ্বল থাকায় মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে সুযোগ ডিজার্ভ করেন। ‘নড়াইল এক্সপ্রেস’ ওয়ানডে দলে বিবেচিত হবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে তার বিষয়ে কী ভাবছেন বিসিবি সভাপতি? টি-টোয়েন্টি কাপের ফাইনালের দিন সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘এই মুহূর্তে বলা মুশকিল। তাকে (মাশরাফি) দলে রাখা হবে কিনা, এটা নির্বাচকদের ওপর। ওকে তো কেউ বাদ দিচ্ছে না।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে মাশরাফির নাম ছিল না। তিনি তখন চোটের সঙ্গে লড়াই করছিলেন। চোটকে জয় করে ফেরা মাশরাফিকে লটারি ভাগ্যে পায় জেমকন খুলনা। অভিজ্ঞ এই পেসার শেষের চারটি ম্যাচ খেলেছেন। ৮.০৬ ইকোনমিতে ৭ উইকেট শিকার করেছেন। তিনি আলোচনায় আসেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ওই ম্যাচে নিজের টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেন। ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট শিকার করে সব আলো কেড়ে নেন মাশরাফি। মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলা টি-টোয়েন্টি কাপের ফাইনালে খুলনা চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়। অর্থাৎ আরও একবার শিরোপার স্বাদ পান মাশরাফি।

সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ রয়েছে। সূচি অনুযায়ী দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবেন ক্যারিবীয়রা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মাশরাফির থাকা নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। ভক্তরা তাকে দলে চাইছেন। কিন্তু বাস্তবতা বলছে, বাংলাদেশের সাবেক অধিনায়কের দলে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ! ২০ ওভারের ক্রিকেট আর ৫০ ওভারের ক্রিকেট যে এক নয়। ১০ ওভার বোলিং করার পাশাপাশি পুরো ৫০ ওভার ফিল্ডিং করার মতো ফিটনেস কি আছে মাশরাফির?

এ বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ খেলেছেন মাশরাফি। তার নেতৃত্বেই মাঠে নেমেছিল দল। জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন মাশরাফি। তবে খেলাটা তিনি চালিয়ে যেতে চান নিয়মিত। এর পর করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেলে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক সিরিজ খেলা হয়নি। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনা-পরবর্তী আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তার আগে কোটি টাকার প্রশ্ন, মাশরাফিকে কি ওয়ানডের দলে রাখা হবে? কিছুদিন আগে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেছিলেন, ‘মাশরাফির বিষয়টি সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার।’

তবে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, মাশরাাফিকে দলে রাখার বিষয়টি শুধু নির্বাচক আর কোচদের ওপর নির্ভর করে না। এখানে মতামত থাকবে বোর্ডেরও। তিনি বলেন, ‘এখানে মাশরাফিকে নিয়ে শুধু কোচদের বিষয়ে বললে হবে না। অবশ্যই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমাদেরও পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে। বড় কথা হলো, দেশের যেটিতে ভালো হবে, তাই আমরা সিদ্ধান্ত নেব। তাই মাশরাফিকে রাখা আর না রাখা আমাদের একক সিদ্ধান্তে হবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে