শনিবার, ০২ জানুয়ারী, ২০২১, ১২:১০:৫৯

আইসিসির ওয়ানডে সেরাদের ৫ জনের মধ্যে ২ জনই বাংলাদেশের

আইসিসির ওয়ানডে সেরাদের ৫ জনের মধ্যে ২ জনই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বছর গড়িয়ে নতুন বছর এসেছে। সদ্যসমাপ্ত বছরের পাওয়া-না পাওয়ার হিসেব নিকেশ চলছে। করোনা জর্জরিত গেল বছরের সেরাদের তালিকা চলছে। সম্প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানতে চেয়েছিল, গেল বছর সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করেছেন কারা? উত্তরটাও এবার দিল তারা। 

প্রকাশ করেছে শীর্ষ ৫ সেঞ্চুরিয়ানের নাম। সেই ৫ জনের মধ্যে ২ জনই আবার বাংলাদেশের। সদ্য গত হওয়া বছরে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় সবার শীর্ষে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তার সেঞ্চুরি ৩টি। এরমধ্যে বছরের শেষভাগে ভারতের বিপক্ষে পরপর ২ ম্যাচে ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অজি ব্যাটসম্যান। এরপরই আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গেল বছরে তিনি হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি। 

সমান ২টি সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার তিন-এ আছেন আরেক টাইগার ওপেনার লিটন দাসও। গেল বছরের সর্বোচ্চ ওয়ানডে ইনিংসটাও এই তরুণ ব্যাটসম্যানের। তালিকায় থাকা বাকি দুইজন হলে ওমানের ব্যাটসম্যান আকিব ইলিয়াস ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাদের সেঞ্চুরিও সমান ২টি করে। করোনার কারণে গেল বছর অনুষ্ঠিত হয়েছে স্বাভাবিকের তুলনায় বেশ কম ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে