শনিবার, ০২ জানুয়ারী, ২০২১, ০৭:১৯:৫০

সৌরভ গাঙ্গুলিকে দেখতে হাসপাতালে মমতা ব্যানার্জী

সৌরভ গাঙ্গুলিকে দেখতে হাসপাতালে মমতা ব্যানার্জী

স্পোর্টস ডেস্ক : অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার সন্ধ্যা ৬টা ১০ নাগাদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার সঙ্গে সৌরভে দেখতে হাসপাতালে ঢোকেন মুখ্যমন্ত্রী। সেখানে মিনিট দশের থাকার পর পর বাইরে আসেন মুখ্যমন্ত্রী।

বাইরে এসে তিনি বলেন, 'সৌরভ ভালই রয়েছে। ও নিজে হাসপাতালে বসে আমায় জিজ্ঞাসা করছে, আপনি ভাল আছেন তো।' মুখ্যমন্ত্রী জানান, ও নাকি কখনও টেস্ট করায়নি। এটা আমি জানতাম না। ওঁর মতো একজন খেলোয়াড় সে প্রেশার-সুগার কখনও পরীক্ষা করায়নি। আমি তো ভাবতেই পারছি না।

পাশাপাশি, তিনি জানান, এবার থেকে যাতে খেলোয়াড়দের এই দিকটি দেখা হয়, তার জন্য সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে অনুরোধ করা হয়েছে। যাতে এই সমস্যা আর না হয়। মুখ্যমন্ত্রী সৌরভের চিকিত্‍সকমন্ডলীকে অকুন্ঠ ধন্যবাদ জানিয়ে বলেন, 'চিকিত্‍সকেরা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত একটা স্টেন্ট বসানো হয়েছে। বাকিটা পরিস্থিতি দেখে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। এটা খুব ভাল সিদ্ধান্ত।'

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার ছাড়াও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জী উপস্থিত ছিলেন। সকলেই মিনিট দশেক সৌরভকে দেখে হাসপাতাল ত্যাগ করেন। পাশাপাশি, হাসপাতাল সূত্রে জানান গিয়েছে, মোটের উপর স্থিতিশীলই রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে