রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:১৭:৫৮

হিন্দু হয়ে গরুর মাংস খেয়ে বিপদে রোহিত শর্মাসহ ৫ ভারতীয় ক্রিকেটার

হিন্দু হয়ে গরুর মাংস খেয়ে বিপদে রোহিত শর্মাসহ ৫ ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় মেলবোর্নে রেস্তোরাঁয় খেতে গিয়ে একটি নয়, দু'টি বিতর্কে জড়িয়েছে রোহিত শর্মা-ঋষভ পান্থদের নাম। একে খেতে গিয়ে কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগ তো ছিলই, এবার দোসর গরুর মাংস খাওয়া নিয়ে তৈরি হওয়া নয়া বিতর্ক। ভারতীয় ক্রিকেটারদের খাওয়ার বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নেটিজেনদের নজরে পড়তেই তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। 

একজন তো লিখেই বসেন, ''শর্মাজির ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!'' মেলবোর্নের এক রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা, পৃথ্বী শ, ঋষভ পান্থ, নভদীপ সাইনি ও শুভমন গিল। সেখানে নভলদীপ সিং নামের এক ভক্ত তাঁদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উলটে রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে মেটান তিনি। 

রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেই সঙ্গে পোস্ট করেন বিলটির ছবিও। এরপর মূলত ভারতীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ নিয়েই যাবতীয় বিতর্ক শুরু হয়। কিন্তু তারপরই নেটিজেনদের কারোর কারোর বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নজরে আসে। আর সেই নিয়েই সরব হন অনেকে। 

কেউ প্রশ্ন তোলেন, ''গরুর মাংস?'' কেউ আবার লেখেন, ''এজন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।'' আরেকজন আবার লিখে বসেন, ''শর্মাজির ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!'' রোহিতদের এই অবস্থার জন্য তাকেই দায়ী করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। হত্যার হুমকিও পাচ্ছেন তিনি। চাপে পড়ে টুইট করে ক্ষমা চেয়েছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে