সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ১০:০৩:৪৬

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ জনের বাংলাদেশ দল

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ জনের বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, রোববারই হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা। কিন্তু শেষমেষ জানান ৪ জানুয়ারি, সোমবার মিডিয়ায় যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দল।

অবশ্য আগে থেকেই জানা ছিল প্রাথমিক দল হবে ২৪ জনের। তবে এদিন তাদের ব্রেকআপটাও জানিয়েছেন নান্নু। এ বিষয়ে নান্নু বলেন, অন্য সময় হলে আর এসবের দরকার হতো না। কিন্তু ক’রোনাকালীন সময়ে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে কো’ভিড টেস্টে নে’গেটিভ হওয়াটা বাধ্যতামূলক। নেগেটিভ হলেই কেবল সোনারগাঁ প্যান প্যাসিফিকের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার অনুমতি মিলবে।

তাই নিয়ম মেনেই ‘৭-৮ জানুয়ারি সব ক্রিকেটার, কোচিং, সাপোর্টিং স্টাফ এবং হোটেল স্টাফদের যারা তাদের সাথে রুম সার্ভিস, ক্যাটারিংয়ের কাজ করবেন- তাদের সবার কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভরা উঠে পড়বেন সোনারগাঁও প্যান প্যাসিফিক পাঁচতারকা হোটেলে। সেখানে জৈব সুরক্ষা বলয়ে থেকেই চলবে অনুশীলন।

প্রধান নির্বাচক আরো যোগ করেন যেহেতু ওয়ানডের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তাই আমরা প্রাথমিক দলে কিছু বাড়তি ক্রিকেটারের সংযোজন ঘটিয়েছি।

নান্নু আরও জানান ওয়ানডের জন্য ১৭ জনকে বিবেচনায় এনেছেন। তার সাথে প্রস্তুতি ম্যাচের জন্য আরও বাড়তি ৭ জনকে রাখা হচ্ছে। সেটা করা হয়েছে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি যে দুটি প্রস্তুতি ম্যাচ হবে, তাতে যাতে ১২ জনের দুটি দল সাজানো যায় তাই বাড়তি ক্রিকেটারের সংযোজন ঘটানো হয়েছে। আর ওই ২৪ জনই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থেকে প্র্যাকটিস করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে