বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫৮:২৬

জাতীয় সঙ্গীতের সময় মৃত বাবাকে স্মরণ, অশ্রুসিক্ত ক্রিকেটার

জাতীয় সঙ্গীতের সময় মৃত বাবাকে স্মরণ, অশ্রুসিক্ত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ৩য় টেস্ট। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ক্যারিয়ারের মাত্র ২য় টেস্ট। আগের টেস্টে হয়েছে অভিষেক। অভিষেকেই ৫ উইকেট তুলে নিয়ে সুযোগ করে নিয়েছেন পরের টেস্টেও। যে কোন উঠতি ক্রিকেটারের জন্য সুখের মুহুর্ত নিঃসন্দেহে। 

তবে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত বেজে উঠতেই সিরাজের চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু! টিভি ক্যামেরায় বারবার দেখানো হচ্ছিলো তার অশ্রুসিক্ত চেহারা। আর সেই ছবিটা মুহুর্তেই ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময়ে কান্নার কারণটা অবশ্য দিনশেষে জানিয়েছেন সিরাজ।

সিরাজ বলেন, 'কিছুদিন আগে মারা যাওয়া বাবার কথা মনে পড়ছিল তার।' গত ২০ নভেম্বর মারা যায় ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের অটোরিকশা চালক বাবা। সে সময় অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছিলেন সিরাজ। অজিদের বিপক্ষে সিরিজেই ভারতের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয় তার। 

সিরাজ বলেন, 'জাতীয় সঙ্গীত চলার সময় আমার বাবার কথা মনে পড়ছিল। ভারতের হয়ে আমি টেস্ট খেলবো, এটা তার স্বপ্ন ছিল। তিনি যদি দেখে যেতে পারতেন, খুব খুশি হতেন।' সিরাজের সেই ছবিটা মুহুর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কে। ভারতের সাবেক ক্রিকেটাররাও যোগ দেন সেই দলে।

সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর টুইটারে লিখেছেন, 'ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না।' আরেক সাবেক টেস্ট ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, 'আমি কিছু মানুষকে ছবিটা দেখাতে চাই। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, সে সিরাজ মোহাম্মদ আর জাতীয় সঙ্গীত তার কাছে এমনই আবেগপূর্ণ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে