শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩০:৩০

দেশ ও ক্রিকেট ছেড়ে পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি

দেশ ও ক্রিকেট ছেড়ে পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অল-রাউন্ডার শেহান জয়াসুরিয়া। আজ শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। ২৯ বছর বয়সী জয়াসুরিয়া রিবারসহ পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। যিনি এই কয়দিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) রানার্স-আপ গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াসুরিয়ার। একই বছর উইন্ডিজের বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক। দেশের হয়ে ১২ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন জয়াসুরিয়া। ওয়ানডেতে ফিফটি আছে একটি। দুই সংস্করণ মিলিয়ে বাঁ হাতি এই ব্যাটসম্যান রান করেছেন ৪৩৬। অফ স্পিনে হাত ঘুরিয়ে শিকার করেছেন ৬ উইকেট। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেল। 

জয়াসুরিয়ার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার অবশ্য সমৃদ্ধ। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২.১০ গড়ে রান করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার। ১১ সেঞ্চুরির পাশে ফিফটি ৩১টি। বল হাতে নিয়েছেন ১৯৩ উইকেট। ১৪০টি 'লিস্ট এ' ম্যাচে ৩৬.৯৩ গড়ে ৯ সেঞ্চুরি আর ২৮ ফিফটিতে করেছেন প্রায় সাড়ে ৪ হাজার রান। উইকেট নিয়েছেন ১১৬টি। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে মোট ৮৮ টি-টোয়েন্টিতে ১২৩.১৪ স্ট্রাইক রেট আর ১ সেঞ্চুরি ১০ ফিফটিতে রান করেছেন ১৭২৯। বল হাতে নিয়েছেন ৫৩ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে