বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৩৫:২৪

নাম লেখালেন ইতিহাসের পাতায়, ৩৭ বলে সেঞ্চুরি

নাম লেখালেন ইতিহাসের পাতায়, ৩৭ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেট মোহাম্মদ আজহারউদ্দীনের সাথে নামের মিল। শুধুই কি নাম? না ব্যাট হাতেও সেই কিংবদন্তির মতোই জুনিয়র আজহারউদ্দীন। কেরালার এই ক্রিকেটার চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৭ বলে শতক হাঁকিয়ে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

বুধবার (১৩ জানুয়ারি) টুর্নামেন্টের ই গ্রুপের দুই দল কেরালা ও মুম্বাই মুখোমুখি হয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৯৬ রান তোলে মুম্বাই।

জবাব দিতে নেমে ১২৯ রানে ওপেনিং জুটি গড়েন রবিন উথাপ্পা ও মোহাম্মদ আজহারউদ্দীন। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন আজহারউদ্দীন। এরপর উথাপ্পা ফিরলেও আরও বিধ্বংসী হয়ে উঠেন জুনিয়র আজহার। পরের ফিফটি মাত্র ১৭ বলে পূরন করে ৩৭ বলে তুলে নেন দ্রুততম সেঞ্চুরি। ভারতের ঘরোয়া ক্রিকেটে ঋষভ পান্তের পর এটি দ্বিতীয় দ্রুততম শতক। ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন পান্ত।

শতকের পরই থামেননি তিনি। ৫৪ বলে ১১ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজহারউদ্দীন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে কিংবদন্তি আজহারউদ্দীনের উত্তরসূরী বলেছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

এক টুইটে ভোগলে লেখেন, ‘মোহাম্মদ আজহারউদ্দিন নামে এক অসাধারণ খেলোয়াড়কে আমি বহু বছর আগে দেখেছি। এখন আমি আরও একজনকে দেখছি।’

প্রসংশা করেছেন শেবাগও। তিনি টুইট করে লেখেন, ‘বাহ আজহারউদ্দিন খুব সুন্দর! মুম্বাইয়ের বিপক্ষে এ ধরণের ইনিংস খেলতে পারার জন্য তাঁর অসাধারণ প্রচেষ্টা ছিল। ৫৪ বলে অপরাজিত ১৩৭ রান করে দলকে জিতেয়েছে সে। এই ইনিংসটি দারুণ উপভোগ করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে