শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:১৩:০০

বিসিবির পর্যবেক্ষণে সাকিব, নতুন দুঃসংবাদ!

বিসিবির পর্যবেক্ষণে সাকিব, নতুন দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে মাঠে ছেড়েছিলেন সাকিব আল হাসান। সবাই প্রত্যাশায় ছিলেন রাতের বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু সেটি হয়নি, পাওয়া গেল দুঃসংবাদ, পুরো টেস্টেই বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সাকিবকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ। ফিল্ডিংয়ে না নামলেও স্টেডিয়ামে ছিলেন তিনি। ড্রেসিংরুমে তাকে পর্যবেক্ষণ করছেন ফিজিও জুলিয়ান কেলাফতে। আজ (শুক্রবার) সকালে এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, নতুন জায়গায় সাকিবের ইনজুরি আক্রান্ত হওয়ার খবরটি।

শেষ ওয়ানডেতে কুঁচকির আঘাত থেকে সেরে উঠে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ভালোই করেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে নেমে বাম ঊরুতে টান লাগে। এরপর অস্বস্তি থাকার কারণে মাঠ থেকে উঠে যান সাকিব।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, এমআরআই স্ক্যানের মাধ্যমে আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রাম টেস্টের সময়টাতে বিসিবি সাকিবকে পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না সাকিব। তিনি মাঠ ছেড়েছেন নিজের ষষ্ঠ ওভার শেষ করার পর। ৬ ওভারে ১৬ রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে