শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১, ১০:৫০:০৫

বড় লিডের পথে বাংলাদেশ, দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মমিনুল

বড় লিডের পথে বাংলাদেশ, দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মমিনুল

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ১৭১ রানের বড় লিড নেওয়ার পর চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করছে টাইগাররা। চতুর্থদিন সকালে মুশফিক-মুমিনুল চেষ্টা করেন সময়টা পার করার। কিন্তু রাকিম কর্নওয়াল আঘাত হানেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাবেক অধিনায়ককে। ১৮ রান করে ফেরের তিনি।

তবে মুশফিক ফিরলেও দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মমিনুল হক৷ লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট বাংলাদেশর সংগ্রহ ৯০। মমিনুল ৫৫ ও লিটন ১০ রানে অপরাজিত আছেন।

তৃতীয় দিন ১৭১ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ফিরে যান তামিম ইকবাল। মাত্র চারটি বল খেলতে পারেন তিনি। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাকিম কর্নওয়াল। রাকিমের ওই ওভারেই পথ ধরেন শান্ত। ২ বল খেলে কোনো রান না করেই ক্যাচ দেন ব্ল্যাকউডের হাতে। পরে ১৫তম ওভারে সাদমান ইসলামকে ফেরান গ্যাব্রিয়েল। ৪২ বল খেলে ৫ রান করতে পারেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করতে পারে ২৫৯। ২৩ বলের এক ঝড়ে তাদের গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজরা। মিরাজ প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৩০ (১৫০.২)
মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, লিটন ৩৮, মুশফিক ৩৮, মুমিনুল ২৬, শান্ত ২৫, নাইম ২৪।
ওয়ারিকান ৪/১০০।
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২৫৯ (৯৬.১)
ব্রাথওয়েট ৭৬, ব্লাকউড ৬৮
মিরাজ ৪/৫৮, মিরাজ ২/৪৬।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে