রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ১১:১০:০৪

তামিমকে নিয়ে দুঃচিন্তায় বিসিবি!

তামিমকে নিয়ে দুঃচিন্তায় বিসিবি!

স্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন পিছু ছাড়ছে না। সাকিব আল হাসানের পর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল বিকালে ফিল্ডিংয়ের সময় হাতের আঙুলে ব্যথা পান তামিম ইকবাল।

এরপর আর মাঠে নামা হয়নি তামিম ইকবালের। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে আগামীকালকে ও ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে না তামিম ইকবালকে। তামিমের হাতের চোট গুরুতর কিনা সেটা জানা যাবে আজ স্ক্যান করানোর পর।

তামিমকে নিয়ে দুঃচিন্তায় বিসিবি। একটি সূত্র থেকে জানা গিয়েছে আজ তামিম ইকবালের হাতের স্ক্যান করানো হবে। এর পরই জানা যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন কিনা তামিম ইকবাল। এদিকে তামিম ইকবালের আগে দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হবে না সাকিবের। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। যদিও চোট পরিচর্যা করার জন্য ৩৩ বছরের এ ক্রিকেটারের হাতে সময় রয়েছে পাঁচ দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে