শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:৪৮:৫৭

ক্রিকেট ছাড়লেও একটি জিনিস কখনো ভুলবেন না রাজ্জাক

ক্রিকেট ছাড়লেও একটি জিনিস কখনো ভুলবেন না রাজ্জাক

স্পোর্টস ডেস্ক : সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন সাবেক স্পিন সুপারস্টার আব্দুর রাজ্জাক রাজ। যিনি অবসরের আগেই জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই ১৩ বছর বয়সে বিকেএসপি থেকে স্বপ্নের পথে হাঁটা শুরু। এরপর ক্রিকেটের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলেছেন ২ যুগ ধরে। 

আজ বিদায় বেলায় ৩৮ বছর বয়সী রাজ্জাক কাউকে দায়ী করেননি, দোষও দেননি। তবু তার কথায় মিশে রইল আক্ষেপ। আজ থেকে তিনি সাবেক ক্রিকেটার। আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় অবসর ঘোষণার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, 'গতকাল পর্যন্ত আমি বলতে পেরেছি আমি ক্রিকেট খেলোয়াড়, এখন থেকে বলতে হবে অন্যকিছু। যা আমার পেশা।''

তিনি বলেন, হয়তো জিনিসটা সহজে বলতে পারছি, তবে আমার জন্য এত সহজ নয়। ঘোরের মধ্যে আছি এখনও। ১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে। একটা সময় আসলে প্রত্যেক মানুষকেই এক কাজ থেকে অন্য ভূমিকায় যেতে হয়। তারপরও আবেগ বলে যেহেতু একটা কথা আছে, আমার মধ্যে সেটা খুব কঠিনভাবে কাজ করছে। খুব ভালোভাবে কিছু বলা, গুছিয়ে বলা আমার জন্য একটু কঠিন।'

 রাজ্জাক বলেন, 'আমার পুরো ক্যারিয়ার নিয়ে কোনো হতাশা নেই, এটা নিয়েও (অবসর) নেই। শুরু যেভাবে হয়েছে আমি খুশি ছিলাম। মাঝখানে যেমন চলেছে তাতে খুশির চেয়েও বেশি। আর শেষ যেভাবে হচ্ছে, তাতেও আমি খুশি।মিস করার কথা যদি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেট আমার এই ক্যারিয়ারের বিশেষ জিনিস। এটা আসলে ভোলার মতো নয়। প্রত্যেক ধাপে ধাপে মনে পড়বে। মিস করব না ঠিক, স্মরণীয় হয়ে থাকবে। মিস তখন করতাম যদি জোরপূর্বক অবসর হতো। এটা জোরপূর্বক নয়, আমারই সিদ্ধান্ত।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে