শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৪৪:০৯

ক্রিস গেইল এখন পাকিস্তানে; নামবেন প্রথম ম্যাচেই!

ক্রিস গেইল এখন পাকিস্তানে; নামবেন প্রথম ম্যাচেই!

স্পোর্টস ডেস্ক : শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর। করোনার পর প্রথমবারের মতো এ বছর নিজ দেশের স্টেডিয়ামে ফিরছে দর্শকরা। দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও কুয়েটা গ্লাডিয়েটর্স। কুয়েটার হয়ে মাঠে নামবেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। বর্তমান চ্যাম্পিয়ন করাচির বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো গেইল খেলতে নামবেন কুয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। 

করোনা ভাইরাসের কারণে মাঠে মাত্র ২০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের আগে পিএসএলে তিনটি ম্যাচ খেলবেন গেইল। আন্তর্জাতিক ম্যাচ শেষে পিএসএলের শেষ লেগে আবারো তিনি পাকিস্তানে ফিরবেন। ২২ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের শেষ লেগ হবে করাচি ও লাহোরে। গেইলের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে তার দল। 

সেখানে গেইল বলেন, 'ইউনিভার্স বস এখন পাকিস্তানে। আমার সকল পাকিস্তানী ভক্তরা, আপনাদেরকে বিনোদন দেয়ার জন্য আমি মুখিয়ে আছি।' টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ১৩,৫৮৪ রান সংগ্রাহক গেইল। তবে পিএসএলের প্রথম দুই আসরে ব্যর্থ হয়েছিলেন। প্রথম আসরে লাহোর ক্লান্দার্সের হয়ে ৫ ম্যাচে মাত্র ১০৩ রান করেছিলেন গেইল। পরে বছর করাচি কিংসের হয়ে ৯ ম্যাচে করেন ১৬০ রান। অভিষেক হচ্ছে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, ইংল্যান্ডের জেমস ভিন্স, টম ব্যান্টন ও এডাম লিথ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে