সোমবার, ২২ মার্চ, ২০২১, ০৮:৪৩:৫০

আইপিএলের বদলে দেশকে প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছেন জোফরা আর্চার

আইপিএলের বদলে দেশকে প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছেন জোফরা আর্চার

স্পোর্টস ডেস্ক : ইনজুরির জন্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না ইংলিশ পেস তারকা জোফরা আর্চার। আইপিএলের শুরুতেও তাকে পাবে না রাজস্থান রয়্যালস। চোট সারাতে এর মধ্যেই দেশে ফিরছেন আর্চার। তার লক্ষ্য অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের হয়ে সেই প্রতিযোগিতায় যাতে খেলতে পারেন, সে জন্য তিনি ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তার এমন সিদ্ধান্তে খুশি কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ডের প্রধান কোচ বলেন, 'দল এবং আর্চার মিলিতভাবেই এ সিদ্ধান্ত নিয়েছে। সে দেশকে প্রাধান্য দেওয়ায় আমি খুশি। তাকে সুস্থ হতে হবে, সেই জন্য তার কিছুটা সময় প্রয়োজন। দেশের হয়ে যাতে সে সফল হতে পারে সেই জন্য আমরা সব সময় তার পাশে আছি। আর্চারও সেটাই চায়। সে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজে খেলতে চায়। তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না, তবে তার সিদ্ধান্তে বিচক্ষণতা ছিল'।

বেশ কিছুদিন আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন আর্চার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে গিয়ে সেই চোট বেড়ে গেছে। চোট সারিয়ে আইপিএল খেলতে আর্চার আবারও ভারতে ফিরবেন। তবে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে তাকে পাওয়া যাবে না। আর্চারের উচ্ছ্বসিত প্রশংসা করে সিলভারউড আরো বলেন, 'এমন সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, সে দেশের প্রতি কতটা দায়বদ্ধ। দেশের হয়ে খেলতে সে দারুণ পছন্দও করে। আমরা সেটাকে সম্মান করি'। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে