সোমবার, ২২ মার্চ, ২০২১, ১১:২৪:০৬

ভারতে খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারি ভেঙে শতাধিক হতাহত (ভিডিও)

ভারতে খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারি ভেঙে শতাধিক হতাহত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় খেলা চলার সময় একটি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। সোমবার ৪৭ তম জুনিয়র ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভিড়ে ঠাসা গ্যালারির একপাশ ভেঙে পড়ায় শতাধিক দর্শক আহত হয়েছেন। 

এ ঘটনায় নিহতের সংখ্যা এখনও জানা যায়নি। তেলেঙ্গানার সূর্যপত ডিস্ট্রিক্ট পুলিশ গ্রাউন্ডে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচের আগে ৫ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন বলে খবরে বলা হয়েছে। তেলেঙ্গানা কাবাডি সংস্থা ও সূর্যপত ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যাচ উদ্বোধন করার কথা ছিল তেলেঙ্গানার বিদ্যুৎমন্ত্রী জি জগদীশ রেড্ডির। উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাসেরও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার বিম ও কাঠের পাটাতন দিয়ে ২০ ফুট উঁচু ও ২৪০ ফুট চওড়া গ্যালারির তিনটি স্ট্যান্ড তৈরি করা হয়েছিল। প্রতিটি স্ট্যান্ডে ১৫০০ জন বসতে পারে। তবে দর্শক সারিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন গ্যালারিতে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তরা নিরাপদে রয়েছেন। ভেঙে পড়া মুহুর্তের ভিডিও দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে