বুধবার, ২৪ মার্চ, ২০২১, ১০:৩২:৩৪

এক ক্রিকেটারের কান্না দেখে কাঁদল কোটি ক্রিকেটপ্রেমীরা!

 এক ক্রিকেটারের কান্না দেখে কাঁদল কোটি ক্রিকেটপ্রেমীরা!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ৬৬ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে শুভসূচনা করল বিরাট কোহলির দল। তবে ভারতের জয় ছাপিয়ে এদিন আলোচনায় ক্রুণাল পান্ডিয়ার কান্না। যে দৃশ্যটি দাগ কেটেছে কোটি ক্রিকেটপ্রেমীর মনে।

অভিষেক ম্যাচে খেলতে নেমে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন ক্রুণাল। সদ্য পিতৃবিয়োগের পর ভারতের জার্সি গায় প্রথম বার খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর সাফল্য মন ছুঁয়ে গেল সমর্থকদের। তবে তিনি যে খুঁজলেন বাবাকেই। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডও গড়লেন ক্রুণাল। ২৬ বলে পঞ্চাশ করে ভারতের জয়ে বড় অবদান আভিষিক্ত ক্রুণালের।

ভারতের ইনিংস শেষে টিভি ক্যামেরার সামনে কথাই বলতে পারলেন না তিনি। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন পরে কথা বলবেন। কিছু বলতে গেলেই কেঁদে ফেলছিলেন তিনি। চোখে মুখে উত্তেজনার ছাপ। আবেগ যেন গ্রাস করেছে তখন ক্রুণালকে।

ভাই হার্দিক পান্ডিয়ার হাত থেকে অভিষেক ক্যাপ নিয়ে ম্যাচ শুরুর আগেই তাঁর চোখে জল দেখা গিয়েছিল। হার্দিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। হার্দিক সব ধরনের ক্রিকেটে ভারতের হয়ে খেললেও, তা এখনও সম্ভব হয়নি ক্রুণালের পক্ষে। টি২০ ক্রিকেটেই এত দিন দেখা যেত দুই ভাইকে। এবার ওয়ানডেতেও দেখা গেল পান্ডিয়া ভাইদের।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ভারত জিতেছে ৬৬ রানে। পুনেতে স্বাগতিকদের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করা ৩১৭ রানের জবাবে ইংল্যান্ড ৪২.১ ওভারে অলআউট হয়েছে ২৫১ রানে। ম্যাচসেরা হয়েছেন ৯৮ রান করা শিখর ধাওয়ান। এরপরও পুনের ওয়ানডেতে ক্রুনালের বুকের ভেতর দলা পাকানো কষ্টে আটকে যাওয়া কণ্ঠ কাঁদিয়েছে অনেকের মন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে