শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৫:২৫

কোনো উইকেট না হারিয়ে ১০০, তামিম ইকবালের দুর্দান্ত ফিফটি

কোনো উইকেট না হারিয়ে ১০০, তামিম ইকবালের দুর্দান্ত ফিফটি

স্পোর্টস ডেস্ক: বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদেরকে একটু ঝালাই করে নিতে সিরিজের আগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে তামিম-মুমিনুলরা। ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে তামিম ইকবালের লাল দল।

কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে ১০০ রান করেছে তামিমের লাল দল।

দুর্দান্ত ব্যাট করেছেন তামিম ইকবাল। ৬৩ রান করে স্বেচ্ছা অবসর নিয়েছেন তিনি। আরেক ওপেনার সাইফ হাসান অপরাজিত রয়েছেন ২৩ রানে। তামিমের অবসরের পর তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

করোনাভাইরাসের অজুহাতে স্থানীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনকি নেটে অনুশীলনের জন্যও কোনো স্থানীয় ক্রিকেটার দেবে না লঙ্কান বোর্ড। যে কারণে ২১ সদস্যের বড় বহর নিয়ে লঙ্কায় গিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দেখেই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি।

লাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, আবু জায়েদ, খালেদ আহমেদ, সাপোর্ট স্টাফ।

সবুজ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, সাদমান ইসলাম, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, ইয়াসির রাব্বি, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম, মুকিদুল মুগ্ধ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে