রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ০৭:০৬:২৭

আইপিএলের ইতিহাসে যে কেউ করতে পারেনি তাই করে দেখালেন পোলার্ড, হলো নতুন এক মাইলফলক!

আইপিএলের ইতিহাসে যে কেউ করতে পারেনি তাই করে দেখালেন পোলার্ড, হলো নতুন এক মাইলফলক!

স্পোর্টস ডেস্ক:  আইপিএলের ইতিহাসে যে কেউ করতে পারেনি তাই করে দেখালেন পোলার্ড, হলো নতুন এক মাইলফলক! মুম্বাইয়ের জয়ে এদিন বড় ভূমিকা নিয়েছিলেন কায়রন পোলার্ড। সেখানেই হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন তিনি। সেই সঙ্গে তৃতীয় বিদেশি হিসেবে আইপিএলে ২০০ ছক্কা মারার মাইলফলকও ছুঁয়ে ফেললেন পোলার্ড।

হায়দরাবাদের বিপক্ষে ২২ বলে ৩৫ রান করেন পোলার্ড। তার ঝড়ো ইনিংসের ফলেই ১৫০ রানে পৌঁছায় মুম্বাই। ৩টি ছক্কা মারেন পোলার্ড। মুজিব-উর রহমানের বলে ১০৫ মিটার লম্বা ছক্কা মারেন তিনি। এর আগে ১০০ মিটার লম্বা ছক্কা মারেন এবি ডি ভিলিয়ার্স। সূর্যকুমার যাদব মেরেছিলেন ৯৯ মিটার লম্বা ছক্কা।

ক্রিস গেইল এবং ডি’ভিলিয়ার্সের পর পোলার্ড ২০০ ছক্কার তালিকায় উঠে এসেছেন বিদেশিদের মধ্যে। গেইল মেরেছেন মোট ৩৫১টি ছক্কা এবং ডি ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা। রোহিত শর্মা এবং কুইন্টন ডি’ককের পর পোলার্ডের ইনিংসে ভর করেই এগিয়ে যায় মুম্বাই। হায়দরাবাদ শেষ হয় ১৩৭ রানে। হেরে যায় ১৩ রানে। পর পর ২ ম্যাচে জিতে লিগ শীর্ষে উঠে এল মুম্বাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে