মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ০৯:৫০:২৮

ম্যাচ শুরুর আগের দিন মুমিনুলের কণ্ঠে জয়ের ক্ষুধা

ম্যাচ শুরুর আগের দিন মুমিনুলের কণ্ঠে জয়ের ক্ষুধা

স্পোর্টস ডেস্ক: আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কোন চাপ দিচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক। শ্রীলঙ্কায় বাংলাদেশে এসেছে জেতার জন্যই।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সে মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন, আমরা কোনো চাপে নেই। আমরা এখানে ম্যাচ জেতার জন্য এসেছি। আমরা পুরোপুরি চেষ্টা করবো ম্যাচ জেতার জন্য। শ্রীলঙ্কা অবশ্য খুব ভালো অবস্থানে আছে, আমরা সর্বশেষ দুটি টেস্ট ভালো খেলতে পারিনি। ক্রিকেট অতীত বলতে কিছু নেই, আগে কী হয়েছে সেসব চিন্তা ভাবনা করেও লাভ নেই।’

দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ দ্বীপরাষ্ট্রে যায় ১২ এপ্রিল। তিনদিন রুম কোয়ারেন্টাইনের পর মাঠের অনুশীলনে ফেরেন মুমিনুল-মুশফিকরা। নিজেদের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলে লাল সবুজের প্রতিনিধিরা। এবার নামছে মূল লড়াইয়ে।

ম্যাচ শুরুর আগের দিন মুমিনুলের কণ্ঠে ছিল জয়ের ক্ষুধা। সিরিজের প্রত্যাশা নিয়ে বলেন, ‘আশার তো কোনো শেষ নেই, আশা তো সবসময়ই থাকতে হবে। আমরা তো এখানে অংশগ্রহণ করতে আসিনি, শুধু তেমন কিছু ভেবে এলে তো আমার কাছে মনে হয় তাহলে না খেলাই ভালো।’

‘আপনি যেখানেই যান, যতই খারাপ পরিস্থিতির মধ্যে পড়েন বা যতই খারাপ খেলেন না কেন, পরবর্তীতে চেষ্টা করবেন আর জেতার জন্য ওই আশাটা থাকতে হবে। ওই স্পৃহাটা থাকতে হবে। আর ওইটাকে নিয়েই আমরা মাঠে নামবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে