রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২:০৬:৪৯

মোস্তাফিজের কারিশমা, হেরে গেল কলকাতা নাইট রাইডার্স

মোস্তাফিজের কারিশমা, হেরে গেল কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: আজকের খেলায় চরম কারিশমা দেখালেন মোস্তফিজ।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৮তম ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স কে ৬ উইকেটে হারিয়েছে রজস্থান রয়ালস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান

টসে জিতে বোলিং করতে নেমে শুরুতেই কলকাতাকে চেপে ধরে রাজস্থানের বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসে দারুন একটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে মোস্তাফিজের বলে সেই ক্যাচ মিস করেছেন জয়সওয়াল। মুস্তাফিজের প্রথম ওভারেরই শুভমান গিলের ইজি ক্যাচ মিস করে জয়সওয়াল। তবে মুস্তাফিজের দ্বিতীয়বার এই প্যাভিলিয়নে ফিরে যান শুভমান গিল।

দলীয় ২৪ রানের মাথায় ১৯ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। দলীয় ৪৫ রানের মাথায় ২২ রান করার নিতেশ রানার উইকেট তুলে নেন কেতনুরিয়া চেতন সাকারিয়া। এরপর দলীয় ৫৪ রানের মাথায় ৬ রান করে উনাদকাতের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারাইন।

ব্যাট হাতে নেমে এ দিন কোন বল খেলতে পারেননি অধিনায়ক ইয়ন মরগান। নিজের ভুলের কারণে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান।

দুর্দান্ত খেলতে থাকা রাহুল ত্রিপাঠী কে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২৬ বলে ৩৬ রান করেন তিনি। পরে জোড়া ওইকেট তুলে নেন ক্রিস মরিস। এই দিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি আন্দ্রে রাসেল। দলীয় ১১৭ রানের মাথায় মাত্র ৯ রান করে ক্রিস মরিসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আন্দ্রে রাসেল।

এর ২ বল পরের ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন দীনেশ কার্তিক। শেষ ওভারে আরো দুটি উইকেট তুলে নেন ক্রিস মরিস। ১০ রান করা প্যাট কামিন্সের উইকেট তুলে নেন ক্রিস মরিস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।

ব্যক্তিগত শেষ ওভারে এসে আরো একটি সুযোগ তৈরি করেছিলেন মুস্তাফিজ। চার ওভার বোলিং করে ২২ রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেন মুস্তাফিজ।
১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের মাথায় জস বাটলার উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ৫ রাগ করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ৪০ রানের মাথায় ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাসওয়াল।

তবে তৃতীয় উইকেট জুটিতে শিভম মাভির সাথে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সঞ্জু স্যামসন। ২২ রান করে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিভম মাভি। তবে এরপর ডেভিড মিলারকে সাথে নিয়ে জলের দিকে এগিয়ে যেতে থাকেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট হাতে সঞ্জু স্যামসন ৪২ এবং ডেভিড মিলার অপরাজিত থাকেন ২৪ রান করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে