শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২:১৯:৫৭

ইমরুল কায়েস আর মুশফিক আমাদের দলের সেরা রাঁধুনি: তামিম ইকবাল

ইমরুল কায়েস আর মুশফিক আমাদের দলের সেরা রাঁধুনি: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: খাওয়ার ব্যাপারে এবার গোপন রহস্য ফাঁস করলেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেটার হিসেবে বিভিন্ন দেশে যেতে হয় তাদের আর এতে খেতে বিভিন্ন দেশের খাবার। বিভিন্ন দেশের ভিন্ন হোটেলের খাবারের স্বাদ ভিন্ন রকমের হয়। এক্ষেত্রে বিদেশী ক্রিকেটাররা বাংলাদেশে এলেও খাবারে স্বাদ ঠিকই নেন। যখন কোন বিদেশী খেলোয়াড় চট্রগ্রামে যান তখন তারা কালা ভুনার খোঁজ করেন, চামিচের বদলে হাত দিয়ে খাওয়ার চেষ্টও করেন।

সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আয়োজন ক্রাঞ্চ টাইম। যেখানে নিজের খাদ্যাভাস নিয়ে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পাশাপাশি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা রাঁধুনির নামও।

প্রশ্ন করা হয়েছিল তামিম ইকবালকে, বাংলাদেশের কোন খাবারটি তিনি বিদেশি ক্রিকেটারদের বিশেষ আগ্রহের সঙ্গে খাওয়াতে চান। উত্তরটা খানিক ঘুরিয়ে দিয়ে তামিম বলেন, ‘যখন চট্টগ্রামে বিপিএলের খেলা হয়, তখন অনেক বিদেশি খেলোয়াড় কালা ভুনা খেতে চায়। এটা বেশ ঝাল। তবে সবাই একটা জিনিস চেষ্টা করে, তা হলো হাত দিয়ে খেতে চায় ওরা।’

এ তো গেল বিদেশি ক্রিকেটারদের কথা। তামিম নিজে যখন বাইরে যান, তখন কোন দেশের খাবার বেশি পছন্দ তার? তামিমের উত্তর, ‘লন্ডন এবং দুবাই। লন্ডনে আপনি সবধরনের খাবার পাবেন। দুবাইয়েও ভিন্ন ভিন্ন সংস্কৃতির খাবার পাওয়া যায়। এমন শহরগুলো আমার ভালো লাগে। লন্ডনের চায়না ট্যাঙ আমার প্রিয় রেস্তোরাঁ।’

এসময় সতীর্থদের মধ্যে সেরা রাঁধুনির কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘আমরা যখন লম্বা সফরের জন্য বাইরে যাই, তখন হোটেলে রান্নার ব্যবস্থা থাকে। আমাদের দলে একসঙ্গে রান্না করার একটি রীতি আছে। ইমরুল কায়েস আমাদের প্রধান রাঁধুনি।’

বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘তবে ইমরুল দলে না থাকলে এ দায়িত্ব তুলে নেন মুশফিকুর রহীম। সে দারুণ রাঁধুনি। অনেক ভালো মুরগি রান্না করতে পারে। আমরা সাধারণত খিচুড়ি, মুরগি এবং হরেক রকম ভর্তা বানাই। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাসহ অনেক সফরে এমন করেছি আমরা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে