আসছে মাশরাফির জীবনী নিয়ে বই
স্পোর্টস ডেস্ক: ছোট বেলাটা কেটেছে তার হই-হুল্লোড় আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। বর্তমান বাংলাদেশ ক্রিকেটের মধ্যমনি হলেও এক সময় ব্যাডমিন্টন খেলাটাকে সবচেয়ে বেশি পছন্দ তার। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে দল বেধে চিতা নদীতে সাঁতার কাটা ছাড়াও বই হাতে স্কুল পালাতে বেশি পছন্দ তার।
বলছি ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরিাফ বিন মর্তুজার কথা। যোগ্য নেতৃত্ব আর সর্তীথদের ভালোবাসায় তিনি এখন লাখো কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন ।
বাংলাদেশ জাতীয় দলের এই অধিনায়কদের জীবন কাহিনী নিয়ে ক্রীড়া বিষয়ক সাংবাদিক ‘দেবব্রত মুখোপাধ্যয়’ লেখেছেন মাশরাফি নামে এক গ্রন্থ।
বইটির প্রকাশনায় ছিলেন বিসিএসএ প্রকাশনী। জানা যায় এটি তাদের প্রথম প্রকাশনা। এছাড়াও ১৮ তারিখে বইটি খুলনায় উদ্ভোধন হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইটির পেজ থেকে এই ঘোষণা আসে। মূলত দলের সবাই, কোচিং স্টাফ দলের সদস্য, জিম্বাবুয়ের বর্তমান কোচ ও বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর, মাশরাফির পরিবার ও বন্ধু-বান্ধবদের এক সাথে পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর