স্পোর্টস ডেস্ক : পাপে ছাড়ে না ব্যাপারেও। ক্রিস গেইলের জীবনেও ঘটেছে এমনই ঘটনা। সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে নারী কেন্দ্রীক ঘটনার ভিলেন গ্রিস গেইলের সাতকাহন এবার।
এর আগে জরিমানা গুনেছেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার মিডিয়ায় বলা হয় কেবল এই শাস্তিই শেষ নয় গেইলের জন্য অপেক্ষা করছে আরো বড় ধরনের শাস্তি।
সে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্রেট ক্রিকেটার ইয়ান চ্যাপেলের মতে আর কোনো দিন ক্রিকেট খেলতে পারবেন না গেইল।
ইয়ান চ্যাপেল বেজায় ক্ষেপেছেন গেইলের প্রতি। গেইল যাতে আর কোনো দিন ক্রিকেট খেলতে না পারেন সবার প্রতি এ জন্য আহ্বান রাখেন তিনি। গোটা বিশ্বে গেইলকে নিষিদ্ধ করার বিষয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান চ্যাপেল।
টিভির নারী সাংবাদিকের সাক্ষাৎকার নেয়ার সময় প্রকাশ্যে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বেশ ঝামেলায় ক্রিস গেইল। গোটাবিশ্বে নিষিদ্ধ হতে পারেন ক্রিস গেইল!
৮ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর