আবারো কড়া হুশিয়ারির মুখে আমির
স্পোর্টস ডেস্ক: দল এবং দেশের সঙ্গে বেঈমানির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ আমির। র্দীঘ দিন শাস্তি ভোগের পর আবারো দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আইনি জটিলতা কাটিয়ে পেয়েছেন নিউজিল্যান্ড সফরের ভিসাও।
দলের বেশ কিছু খেলোয়াড় আমিরকে দলে বেড়ানোতে আপত্তি তুললেও শেষ পর্যন্ত বোর্ডের অনুরোধে তাকে মেনে নিতে বাধ্য হোন সবাই। এমন অবস্থায় আমিরের জন্য আচরণবিধি নিয়ে নির্দেশনা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে আমিরের জন্য প্রধান কাজ হবে শৃঙ্খলা ও ড্রেসিংরুমে ভাল পরিবেশ বজিয়ে রাখা। ম্যানেজার কড়া হুশিয়ারি আরো জানিয়েছেন, ‘সে যেন অতীত ভুলে সকল মনোযোগ ক্রিকেটেই রাখে।’
প্রসঙ্গত, নির্বাসন থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরেই এক ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে অর্থ জরিমানায় মুখে পড়েন আমির।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর