বিশাল ব্যবধানে এগিয়ে বাংলার টাইগাররা
স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে আছে লাল সবুজের টাইগাররা। শুক্রবার বিকেল পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মাঠে গড়ায় ম্যাচটি।
ম্যাচের ১৭ মিনিটে রনির গোলে প্রথম লিড পায় স্বাগতিক বাংলাদেশ। জাহিদের ক্রসে শ্রীলঙ্কার জালে বল পাঠান তিনি। তবে সেই সুখ আর বেশিক্ষণ টেকেনি জাহিদ-এমেলিদের। মাত্র তিন মিনিট পরই সমতায় ফেরে সফরকারীরা। ২০ মিনিটে পেনাল্টিতে গোল করে লঙ্কানদের ১-১ ব্যবধানে সমতায় ফেরান ৩৩ নম্বর জার্সিধারী ফিগুয়ার্দো।
তবে ১-১ ব্যবধানে সমতার পর স্বাগতিক দর্শকদের বেশিক্ষণ হতাশায় রাখেননি মামুনুলরা। মিনিট দুয়েক পরই অধিনায়ক মামুনুল ইসলামের কর্নারে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসিন খান। তাতে ২-১ এ লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪২ মিনিটে নাবিব জীবনের দূর্দান্ত এক ফ্রি কিক প্রতিপক্ষের মাথা ছুয়ে শ্রীলঙ্কার গোলপোস্টে ঢুকে পড়ায় ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে এই ব্যবধানের উচ্ছ্বাস নিয়েই বিশ্রামে যায় বাংলাদেশি খেলোয়াড়রা।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর