জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী বাহিনী নিয়ে মাঠে নামছেন মোহাম্মদ নবী
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শক্তিশালী বাহিনী নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। আজ রাতে শারজায় মুখোমুখি হবে উভয় দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি, ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম বারের মত সেরা দশে উঠে এসেছে আফগানিস্তান। তাই টি টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। কাগজে কলমেও এগিয়ে আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের বিচারে নবম স্থানে থাকা আফগানদের চেয়ে ৫ ধাপ পিছিয়ে আছে জিম্বাবুয়ে। সেইসঙ্গে, সবশেষ খেলা ৫টি টি-টোয়েন্টির ৪টিতেই জিতেছে আফগানরা। তবে টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ নবী বাহিনীর দলে আসছে একাধিক পরিবর্তন।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস