শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৫:২৬:৪৮

শচীনের ব্যাট দিয়ে খেলবে বিশ্বরেকর্ড গড়া সেই ছেলেটি

শচীনের ব্যাট দিয়ে খেলবে বিশ্বরেকর্ড গড়া সেই ছেলেটি

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের ছাত্র প্রণব ধনওয়াড়ে ৩২৩ বলে ১০০৯ রানের বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন তা ক্রিকেটদুনিয়ার কখনো ভুলতে পারবে না। প্রণবের এই বিশ্বরেকর্ড দেখে ভারতীয় কিংবদন্তি শচীন ঢেন্ডুলকর সাথে সাথে প্রণবকে শুভেচ্ছা জানান। প্রণব এই রেকর্ড গড়ে শুধু শচীনের শুভেচ্ছাই পায়নি, গত দু’দিনে তাকে যেতে হয়েছে প্রায় ৪৫টি অনুষ্ঠানে। পেয়েছে সংবর্ধনা আর অজস্র উপহার। কিংবদন্তি শচীনের কাছ থেকে পেয়েছেন সবচেয়ে প্রিয় উপহার, একটি দামি ব্যাট। ওই ব্যাটের উপর শচীন লিখেছেন, ‘প্রণব, পরিশ্রম করে যাও আর খেলাটা উপভোগ করার চেষ্টা করো। তবে এই দিয়ে এখন মাঠে নামছেন প্রনব, সামনে ফাইনাল পরীক্ষা শেষ হলেই শচীনের উপহার দেওয়া ব্যাট নিয়ে খেলতে নামবে প্রণব। শচীন উপহার পেয়ে প্রণব ১৫ বছরের এই বালক বলেন, ‘‘আগামী ১১ জানুয়ারি থেকে আমার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু হবে। শচীন স্যারের বলেছেন, পরীক্ষা শেষ হলে বাবা-মাকে সঙ্গে নিয়ে আমি স্যারের বাড়িতে গিয়ে দেখা করতাম। উল্লেখ্য, গত সোমবারের ক্রিকেট ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে যান ধানাওয়াড়ে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট ৩২৩ বলে ১০০৯ রান করেছেন প্রণব। তার এই রেকর্ডের ফলে ভেঙেছে ১১৭ বছরের বিশ্বরেকর্ড। এর আগে এ ই জে কলিন্সের অপরাজিত ৬২৮ ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। ১৮৯৯ সালে ক্লার্কস হাউসের হয়ে নর্থ টাউনের বিরুদ্ধে এই রান করেছিলেন কলিন্স। ৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে