‘বিশ্বকাপ স্কোয়াডে টাইগার নাসিরকে দলে রাখা হবে’
স্পোর্টস ডেস্ক: ২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ার পর নাসির হোসেন ফিরেছিলেন গত বিশ্বকাপ দিয়ে। ২০১৫ সালে বাংলাদেশের খেলা ১৮ ওয়ানডের ১৫টিতেই খেলেছিলেন। গত বছর বাংলাদেশের হয়ে খেলেছিলেন প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচে। অথচ সেই অলরাউন্ডার নাসিরকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দলে জায়গা মিলেনি। এক বছর পর আবারও দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। তবে জিম্বাবুয়ে সিরিজে দলে ডাক না পেলেও আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নাসির হোসেনকে দলে রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
শুক্রবার নাসিরের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ পরীক্ষা-নিরিক্ষার বলেই স্কোয়াডের বাইরে রাখা হয়েছে নাসিরকে। তাঁকে মোটেও আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে না। আমাদের ভাবনায় নাসির ভালোমতোই আছে। নাসির তো একজন কার্যকর ক্রিকেটার। তাই আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনাতেও নাসির আছেন বলে জানান এই নির্বাচক।
তিনি আরো বলেন, জিম্বাবুয়ে সিরিজে আমরা কয়েক জন ক্রিকেটারকে সুয়োগ করে দিয়েছি। যাতে তারা নিজেদের ঝালিয়ে নিতে পারেন। আমরা একটু দেখ চাই। নাসির সম্পর্ক আমরা ভালোমতোই জানি। কোন পরিস্থিতি সে কেমন ব্যাটিং-বোলিং করতে পারে। তাই আমরা নাসিরের কথা মাথায় রেখেছি।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস