শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৯:১৫

বিশ্বকাপ আয়োজন করতে চান মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ আয়োজন করতে চান মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ১৯৭৮ সালের পর ফিফা বিশ্বকাপ আয়োজন করা হয়নি বিশ্বসেরা ফুটবলার নিওলেন মেসির জম্ম স্থান আর্জেন্টিনায়। তাই ২০৩০ সালে উরুগুয়ের সাথে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা। গতকাল উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি এই ইচ্ছার কথা জানান। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। ওই আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লুইজ সুয়ারেজের উরুগুয়ে। এরপর ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপের আরো একবার শিরোপা জেতে উরুগুয়ে। এখন পর্যন্ত মাত্র একবার যৌথভাবে আয়োজিত হয়েছে বিশ্বকাপ, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। আগামী বছর পরবর্তী আসর বসবে ব্রাজিলে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে যথাক্রমে রাশিয়া ও কাতার। ৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে