তোরেকে টপকিয়ে আফ্রিকার বর্ষসেরা এমেরিক
স্পোর্টস ডেস্ক: আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়াইয়া তোরেকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন গ্যাবনের পিয়ের এমেরিক অবুমিয়াং।
জার্মান দল বরুসিয়া ডর্টমুন্ডের নির্ভরযোগ্য স্ট্রাইকার ।
গ্যাবনিজ কোনো ফুটবলারের এমন পুরস্কারের এটি প্রথম নজির ।
চলতি মওসুম জার্মান বুন্দেসলিগার ১৭ ম্যাচে ১৮ গোল পেয়ছেন অবুমিয়াং। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লীগে চলতি মওসুম তার চেয়ে বেশি গোল কারও নেই। আফ্রিকান ফুটবল ফেডারেশনের এই খেতাবে অবুমিয়াং পান ১৪৩ ভোট। আর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। গত টানা চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতেন এ আইভরিয়ান।
৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর