শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৭:২৮:১৭

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে এসে গত বছর অক্টোবর মাসে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি নিরাপত্তা ঝুঁকির অজুহাতে অনূধ্ব-১৯ বিশ্বকাপ থেকে অজি দলের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। তবে আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে স্থগিত হওয়া টেস্ট সিরিজটি খেলতে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএ-এর ওয়েবসাইটে বোর্ডের নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড লিখেছেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের লক্ষ্যে শিডিউল নির্ধারণ করতে। আমরা আসলে সুযোগ খুঁজছি। নিরাপত্তার বিষয়টি দেখতে আমরা সরকারের সাহায্য নেবো। এরই মধ্যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্থগিত হওয়া টেস্ট সিরিজটি পুনরায় আয়োজনের চেষ্টা চালাচ্ছি। গত অক্টোবরে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তার শঙ্কায় সেই সফরটিও শেষ মুহূর্তে বাতিল করেছিল অস্ট্রেলিয়ান সরকার। এরপর আসন্ন বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে একই ইস্যু দেখিয়ে যুব দলের নাম প্রত্যাহার করে নেন অস্ট্রেলিয়া। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে