খেলাধুলার বাহিরে নতুন আরেক   দায়িত্ব পেলেন তামিম ইকবাল
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                     খেলাধুলার বাহিরে নতুন আরেক   দায়িত্ব পেলেন তামিম ইকবাল! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে ইলেকট্রোলাইট ড্রিংক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তামিম ইকবাল বলেন, ‘এসএমসি প্লাস বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিংক। আমি নিজে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং শরীরকে সব সময় রিহাইড্রেটেড রাখতে সচেষ্ট থাকি, তাই এমন একটা পণ্যের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
এসএমসি এন্টারপ্রাইজের মার্কেটিং ডিভিশনের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা গর্বিত
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �