শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৩:১৬

আগুন দিয়ে আগুনের মোকাবিলা : রোহিত শর্মা

আগুন দিয়ে আগুনের মোকাবিলা : রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : পার্থের তাপমাত্রা এখন ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজের প্রথম ম্যাচে এখানেই নামবেন ধোনিরা। ভারত–অস্ট্রেলিয়া ক্রিকেট যুদ্ধ মানে স্লেজিংয়ে মাঠের তাপমাত্রাও যে বাড়বে, বলার অপেক্ষা রাখে না। গতবছর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরেও সেই ছবি দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ায় এবারের গরমে ভারতীয় দল যে সামান্য সমস্যায় পড়েছে পার্থে পা দিয়েই সে কথা স্বীকার করে নিয়েছিলেন শেখর ধাওয়ান। রোহিত শর্মা অবশ্য সে সবকে গুরুত্ব দিচ্ছেন না। বরং ভারতীয় দল যে অসিদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি। রোহিতের কথায়, ‘এটা অনেকটা আগুন দিয়ে আগুনের মোকাবিলা করার মতো ব্যাপার। আমরা তৈরি।’ সিরিজ দখলের লড়াইয়ে আক্রমণ–প্রতি আক্রমণের অস্ত্রে দু’দলই যে একে–অপরকে চেপে ধরতে চায়, অতীতে এমন নজির অনেক। গতবারের কথা মাথায় রেখেই যে ভারতীয় দল এবার মাঠে নামছে, রোহিতের কথাতেই স্পষ্ট। বলেছেন, ‘গতবার আমরা এখানে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম। ফলাফল আমাদের পক্ষে না গেলেও শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। ইতিবাচক ক্রিকেট খেলেছিলাম। এবারও সেটাই করতে চাই।’ রোহিতের কাছে অস্ট্রেলিয়া সফর বরাবরই অন্যমাত্রা রাখে। তার কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়া সফরেই নজর কেড়েছিলেন রোহিত। তারপরই একদিনের দলে জায়গা পাকা করে ফেলেছিলেন। ফলে স্লেজিং, আগ্রাসন বা মানসিকযুদ্ধে অসিরা কীভাবে এগিয়ে আসবে সবটাই তার জানা। রোহিতের কথায়, ‘প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া কোনও কিছুই সহজে করতে দেবে না। প্রত্যেকটা রান আদায় করে নিতে হবে।’ একদিনের ক্রিকেটে দুটি দ্বিশতরান করে ফেললেও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে রান করার গুরুত্বটাই আলাদা। রোহিত সেই চ্যালেঞ্জটাই নিতে চান। বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে এই চ্যালেঞ্জ সামলানোটাই দারুণ ব্যাপার। এখানে ওদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার মজাটাই আলাদা। এখানে পারফর্ম করতে পারলেই ক্রিকেট জনতা তোমার পারফরমেন্সকে বাহবা দেবে। আমি প্রথম ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি।’ গতবারের সিরিজে জিততে না পারলেও বিশ্বকাপেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ধোনিরা। সেই অভিজ্ঞতা এবারের সিরিজেও কাজে দেবে, মত রোহিতের। ৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে