ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারে ডাক পেয়েছেন ৫ বাংলাদেশি ক্রিকেটার!
স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বর্ষসেরা নির্বাচনের জন্য ভোটের আয়োজন করে ক্রিকইনফো। বাংলাদেশের ৫ জন ক্রিকেটার উঠে এসেছেন ক্রিকইনফের এই নির্বাচনের মাধ্যমে।
ক্রিকইনফোর পুরস্কারে মনোনীত হয়েছেন তারা। বর্ষসেরা টেস্ট ব্যাটিং, ওয়ানডে বোলিং, ওয়ানডে ব্যাটিং, অভিষিক্ত ক্রিকেটার ও অধিনায়কের বিষয়ে বিষয়ে বিগত বছরের শেষের দিক থেকেই জরিপ পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বর্ষসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান তামিম ইকবাল। বর্ষসেরা বোলার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। দেশের এই ৫ ক্রিকেটারকে পুরস্কারে ভূষিত করবে ক্রিকইনফো।
৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর