খেলায় ফিরছেন আশরাফুল!
স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞায় বহিষ্কৃত জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দলে ফিরতে তোড়জোড় চালিয়ে যাচ্ছেন গত বছরের শুরু থেকেই। তবে নিষেদাজ্ঞা কাটিয়ে আগামী আগস্ট থেকে আবারো মাঠে ফিরছেন তিনি। এমনকি সুস্থ ও শরীর ফিট থাকলে জাতীয় দলের হয়ে আরো ১০ থেকে ১৫ বছর ক্রিকেট খেলে যেতে চান তিনি।
গতকাল (শুক্রবার) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে আবদুর রাজ্জাক মার্কেটে খাদ্যসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে আশরাফুল এসব কথা বলেন তিনি।
আশরাফুল বলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী আগস্ট থেকে ক্রিকেট নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো। আশা করি আগামীতে ক্রিকেটে ফিরে সুস্থ ও সুন্দরভাবে আমার ক্রিকেট জীবন শেষ করবো। ভক্তদের ভালোবাসার মাধ্যমে আরো সুন্দর সুন্দর ইনিংস উপহার দেব।’
জাতীয় ক্রিকেট দল সম্পর্কে আশরাফুল বলেন, ‘বিশ্বের কাছে ক্রিকেট এখন একটি জনপ্রিয় খেলা। আর এই ক্রিকেটের মাধ্যমেই সারা বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটাররা টাইগার হিসেবে পরিচিতি লাভ করেছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর অভিযোগে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হোন জাতীয় দলের এই অলরাউন্ডার। আশা করা যায় চলতি বছরের আগস্টে হয়তো তিনি জাতীয় দলে আসতে পারেন। তবে সেটি সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর।