বুধবার, ০২ জুন, ২০২১, ১২:৩৭:১৬

যে একটি কারণে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনে মরিয়া ভারত

যে একটি কারণে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনে মরিয়া ভারত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আয়োজন নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ভারত।  ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসির মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতকে। এই সময়ের মধ্যেই বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে। তবে শেষ পর্যন্ত খেলা যেখানেই হোক, মূল আয়োজক থাকবে ভারতই।

এদিকে আইসিসির বেশিরভাগ বোর্ড সদস্যের চাওয়া ছিল, এই সভায়ই ভারত থেকে বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলা। তবে ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির অনুরোধের পর তাদেরকে সময় দেওয়া হয়। সৌরভ সভায় জানান, ভারতের কোভিডের সংক্রমণ কমতে শুরু করেছে বলে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশার আলো দেখতে পাচ্ছেন।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওই সময় ভারতে কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। আইসিসির মূল শঙ্কার জায়গা এখানেই। তাছাড়া, অনেক দেশই করোনার সংক্রমণ এড়াতে ভারতের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করলে আইসিসিকে বেশ ঝামেলা পোহাতে হতে পারে।

তবে  বিশ্বকাপের জন্য ভারত মোট ৯টি ভেন্যুর নাম প্রস্তাব করেছে আইসিসির কাছে। গত এপ্রিলে ভেন্যুগুলো পরিদর্শনে যাওয়ার কথা ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এতগুলো ভেন্যুতে যাওয়ায় ভ্রমণের প্রবল ঝুঁকির কথা তুলে ধরা হয়েছিল তখন।

আসল কথা, মূলত আর্থিক কারণেই নিজ দেশে বিশ্বকাপ আয়োজনে মরিয়া ভারত। বিশ্বকাপের প্রতি ম্যাচের জন্য স্রেফ আয়োজক হিসেবেই আড়াই থেকে তিন লাখ ডলার পাবে ভারত। সঙ্গে অন্যান্য আয় তো আছেই। অন্য দেশে আয়োজন করলে সেই আয় ভাগাভাগি করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে