বুধবার, ০২ জুন, ২০২১, ১০:৫০:৩৫

বিড বাতিল হওয়ায় বাংলাদেশের জন্য বড় সুযোগ দেখছে বিসিবি

বিড বাতিল হওয়ায় বাংলাদেশের জন্য বড় সুযোগ দেখছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: হঠাৎ এমন খবরে নড়েচড়ে বসেছে বিসিবি। বিডিং প্রক্রিয়ার মাধ্যমে বৈশ্বিক ইভেন্টের আয়োজক নির্ধারণ করার ঘোষণা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেখান থেকে সরে এসে উন্মুক্ত পদ্ধতিতে আগের মতোই আয়োজক নির্ধারণ করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মঙ্গলবার আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ৮ বছরের চক্রে বৈশ্বিক ইভেন্টের আয়োজক চূড়ান্ত করবে আইসিসি। এই প্রক্রিয়ায় নিজেদের লাভই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিডিং প্রক্রিয়া আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ, অনেক আর্থিক ব্যাপার চলে আসতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তখন পেরে ওঠা আমাদের জন্য কঠিন হতো। কাতার যেভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে, এভাবেই স্টেডিয়াম বানিয়ে, দ্রুত অবকাঠামো গড়ে তারা আইসিসি টুর্নামেন্টের আয়োজক হওয়ার লড়াইয়ে নামতো। আমাদের জন্য যা কঠিন হতো।’

এদিকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকও ছিল বাংলাদেশ। বিসিবি প্রধান নির্বাহী মনে করেন, বিড বাতিল হওয়াতে বাংলাদেশের জন্য আয়োজক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

প্রসঙ্গ আসতেই কথা বললেন নিজামউদ্দিন। তিনি বলেন ‘আইসিসি বোর্ডই যদি আয়োজক ঠিক করে দেয়, তাহলে আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হলো, আইসিসির বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা। আমি মনে করি, বিড বাতিল হওয়াতে আমাদের জন্যই নতুন করে সুযোগ তৈরি হলো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে