আফগানিস্তানের বিশাল জয়, দেখে নিন স্কোর
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয় পায় আফগানিস্তান। ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান।
শুরু হয় দুই আফগান ব্যাটসম্যানের জাদুময় প্রদর্শনী। শেহজাদ ও ওসমান গনি দলকে বিশাল সংগ্রহ এনে দেন। ৪ ওভারেই রান ছিল প্রায় ফিফটির মত।
দুর্দান্ত শুরুর পর ৬৩ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ১৭ বলে ৩৩ রান করে বিদায় নেন শেহজাদ। ৩ টি ছয় ও ২টি চার মারেন তিনি।
অপর ওপেনার ওসমান গানি ৩৮ বলে ৪২ রান করেন। ৭ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ছিল ১৮৭। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ঝলক ছিল নবী ও গুলবাডিনের ব্যাটে।
নবী ১১ বলে ২৬ রান করেন। ৩টি ছয় ও ১টি চার মারেন তিনি। গুলবাডিন ২০ বলে ৩৭ রান করেন। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। অপরাজিত থাকেন আশরাফ (১) ও রশিদ খান (১৪)।
রশিদ খান ৫ বলে করেন ১৪ রান। আফগানদের মধ্যে পরাস্ত হওয়া জাদরান ১, করিম ১৪ ও আসগার ৮ রান করে আউট হন। জিম্বাবুয়ের বোলার চিমার ৩টি ও রাজা, চিসারো ও জঙ্গুই ১টি করে উইকেট পান।
২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৫ রানের জন্য লক্ষ্যে পৌঁছতে পারেনি জিম্বাবুয়ে। আফগান বোলারদের মধ্যে জাদরান পান ৩টি উইকেট। অন্যদের মধ্যে হামজা, গুলবাডিন ও নবী একটি করে উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে ওয়েলার দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন। ২ চার ও ২ ছয়ে সাজানো এই রান করেন ৩৭ বলে।
অন্যদের মধ্যে মাসাকাৎজা ২৪ বলে ৩৩, চিবাবা ১০ বলে ১৮, মাতুমবামি ১৭ বলে ১৯, রাজা ১৯ বলে ১৯, চিগাম্বুরা ৭ বলে ৮ রান, জঙ্গুই ৫ বলে ১১ ও মুর ৩ বলে দুই রান করে বিদায় নেন।
আফগানরা এই জয়ের মাধ্যমে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল। ১০ জানুয়ারি হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর