দেশের জন্যই খেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান বড় ধরণের বিজ্ঞাপন। তার অসামান্য কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট আজ অন্যমাত্রায়। একনিষ্ট পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে বিশ্বের দরবারে সাকিব আজ আলোচিত ও নন্দিত। সময়ের ব্যবধানে হয়েছেন সবার প্রিয় সাকিব আল হাসান ।
২০০৬ সালে অভিষেকের পর থেকেই একের পর এক অনন্য সব রেকর্ড বয়ে আনছেন দেশের এবং নিজের জন্য ।
সম্প্রতি দেশের জনপ্রিয় প্রাইভেট টিভি স্টেশন সময় টিভির সঙ্গে কথা বলেছেন তিনি।
জানালেন রেকর্ডের কথা ভেবে নয় বরং দেশের কথা ভেবে খেলেন তিনি ।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর