নাসিরকে কেন দলের বাইরে রেখেছে বিসিবি, সঠিক জবাব দিলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ফিনিশার নাসির হোসেনকে সম্প্রতি গঠিত দলের বাইরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি টক অফ দ্যা কান্ট্রিতে পরিণত হয়।
বিসিবি ঘোষিত টি-টোয়েন্টি দলে রাখা হয়নি নাসির হোসেনকে। নাসির কেন টি-টোয়েন্টি স্কোয়াডে নেই এর জবাব দিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি জানান, এশিয়াকাপ ও বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষের ৪ টি ম্যাচই আমাদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্র। দলের কোন কোন টনিককে কাজে লাগানো যায় সেটি দেখার মূল যায়গা এটি।
কাকে বাদ দেব এমন একটি প্রসঙ্গ হাজির হয় সামনে। মাশরাফি জানান সে হিসাবে নাসির হোসেনকে দলের বাইরে রাখা হয়েছে। পরে তিনি জানান, এরমানে এই নয় যে তার বিশ্বকাপ শেষ।
৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর