বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১, ১০:১৬:৫২

শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিল বাংলাদেশ

 শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিল বাংলাদেশ

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফির গোলে এগিয়ে যায় আফগানরা। এরপর শেষদিকে তপু বর্মণের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

এর আগে প্রথমার্ধে ১৬ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে বল পেয়েছিলেন মাশুক মিয়া জনি। কিন্তু এই মিডফিল্ডারের আড়াআড়ি ক্রসে টোকা দেওয়ার মতো কেউ ছিল না গোলমুখে। অবশ্য জনির বল পেয়ে যাওয়ার পেছনে দায় আছে আফগানিস্তানের রক্ষণের বোঝাপড়ার ভুলে।

২৭ মিনিটে বাংলাদেশ পায় প্রথম কর্নার। জামালের নিচু কর্নার অনায়াসে বিপদমুক্ত করেন আফগানিস্তানের এক ডিফেন্ডার। ৩১ মিনিটে আফগানিস্তান আবারও আক্রমণে যায়। ফারশাদ নুরের কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। প্রথম লেগে এই নুরের একমাত্র গোলেই বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে