শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০৮:২১:৩৯

শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ?

শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ?

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ? স্পিন কোচ হিসেবে আর থাকছেন না ড্যানিয়েল ভেট্টোরি, এটা প্রায় নিশ্চিত। তাই বিসিবি খুঁজছে নতুন স্পিন কোচ।

এই ক্ষেত্রে দৌড়ে এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। তবে বিসিবির সাথে বনিবনা না হওয়ায় বাংলাদেশের দায়িত্ব নেবেন না হেরাথ।

তবে হেরাথের সাথে বিসিবির বনিবনা না হওয়ায় কারণ দুটি। বিসিবি চেয়েছে দীর্ঘমেয়াদী কোচ। হেরাথ ভেট্টোরির মতই নির্দিষ্ট সংখ্যক দিন কাজ করার প্রস্তাব দিয়েছেন। ভেট্টোরির সাথে বিসিবির চুক্তি ছিল ১০০ দিনের। হেরাথ কাজ করতে চেয়েছেন ১২০ দিন। বিভিন্ন সিরিজ-টুর্নামেন্টের মাঝখানে থাকা ছুটির দিনগুলো বাদ দিলে ১২০ দিনও কম নয়। তাই হয়ত হেরাথের প্রস্তাব লুফে নিতে পারত বোর্ড।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘হেরাথের প্রস্তাবে বোর্ড আগ্রহী নয়। কারণ বড় খেলোয়াড় হলেও তার কোচিংয়ের অভিজ্ঞতা নেই। আর ১২০ দিন নয়, বিসিবি সবসময় পাওয়া যাবে এমন কোচ খুঁজছে।’

তবে হেরাথকে পাওয়া না গেলেও বিসিবির হাতে আরও কয়েকজন কোচ আছেন। তাদের সাথে আলোচনাও চলছে। তবে আগামী বোর্ড সভায় স্পিন কোচের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিতই বলা চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে