শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০২:৪১:৩০

এনামুল হক বিজয়কে ‘স্বার্থপর’ বলে আখ্যায়িত করেছিলেন হাথুরুসিংহে

এনামুল হক বিজয়কে ‘স্বার্থপর’ বলে আখ্যায়িত করেছিলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: মনে আছে টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়ের কথা। বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০১২ সালের শেষদিকে।

শুরুটা ভালো হলেও চোট আর চোটপরবর্তী ফর্মহীনতার কারণে দল থেকে একসময় বাদ পড়তে হয়। তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরাগভাজন হওয়ায় দলে ফেরা কঠিন হয়ে পড়েছিল বিজয়ের।

সেই সময়কার বিজয়ের ফর্ম তার পক্ষে কথা বলছিল কি না তা পরিসংখ্যানই বলে দিবে। কিন্তু বিজয় মনে করেন, জাতীয় দলে চার বছর টানা খেলার পর তার জায়গা হারানোর কারণ হাথুরুসিংহে। বিজয়ের ধীরগতির ব্যাটিংয়ের কারণে তাকে ‘স্বার্থপর’ বলে আখ্যায়িত করেছিলেন হাথুরুসিংহে। এই অনাকাঙ্ক্ষিত উপাধি তাকে আরও বিষণ্ণ করে তোলে।

এক পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘সবার তখন ভালো সময় যাচ্ছিল… তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, আমার- সবার। এই সময়টায় সবাই চেষ্টা করে নিজের পারফরম্যান্সে মনোযোগ রাখতে। মাশরাফি ভাই সবসময় আমাদের সামলাতেন। তিনি সবসময় চেষ্টা করেছেন আমাকে সাপোর্ট করার জন্য, সবসময় তার সাপোর্ট পেয়েছি। কিন্তু কোচ আসলে কোনো সাপোর্ট করেনি সত্যি বলতে। আমাকে যদি একটু সাপোর্ট করত, বোঝাত…’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে