পরিশ্রমী সাকিব
স্পোর্টস ডেস্ক: একটু বেশি ছুটি কাটানোতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাম্পের শুরুতেই প্রাকটিসে থাকতে পারেনি বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসান। বলা যায় সর্তীথদের তুলনায় একটু কমই প্রস্তুতি হয়েছে তার। আর তাই অফিসিয়াল অনুশীলন না থাকলেও শুক্রবার হোটেলে পৌঁছেই ব্যাট-প্যাড নিয়ে চলে যান শেখ আবু নাসের স্টেডিয়ামে। প্রায় এক ঘন্টা নেটে প্যাকটিসে সময় কাটান তিনি।
গতকাল (শুক্রবার) দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট দল খুলনায় পৌঁছান। আর বেলা সোয়া তিনটার দিকে সাকিব একাই চলে আসেন আবু নাসের স্টেডিয়ামে। আগে থেকেই প্রস্তুত ছিল নেট বোলাররা। চারজন নেট বোলারকে নিয়ে প্রায় এক ঘন্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। বেলা সাড়ে চারটার দিকে আবার হোটেলে ফিরে যান তিনি
প্রসঙ্গত, বিপিএলে নিজের দলের বিদায়ের পর যুক্তরাষ্ট্রে পরিবারের উদ্দেশ্যে পাড়ি জমান সাকিব। জিম্বাবুয়ে সিরিজের উদ্দেশ্যে আবার দেশে ফিরে আসেন তিনি।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর