সাকিবকে সামনে নতুন ইতিহাস, তার সামনে ভিলেন হবেন আফ্রিদি!
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ক্রিকেট প্রতিভা সাকিব আল হাসানকে ডাকছে নতুন একটি ইতিহাস। দেশের কোনো রেকর্ড নয় একটি বিশ্ব রেকর্ড যেন সাকিবকে ডাকছে আর বলছে তুমি এস এস জয় করে নাও!
ক্রিকেটে জাদু দেখানোর সাথে সাথে রেকর্ডেও বরপুত্র সাকিব আল হাসান। দেশের অন্যন্য ক্রিকেটাররা যেটা পারেনি সেটা কখনো ব্যাট কখনো বল হাতে করে দেখিয়েছেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ে সিরিজেই সাকিব করতে যাচ্ছেন এই রেকর্ড। বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রান ও ৫০ উইকেটের অন্য রকম ‘ডাবল’-এর হাতছানি এখন সাকিবের সামনে।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ১৫৭ রান, বল হাতে মাত্র ৫টি উইকেট শিকার করতে পারলেই ইতিহাস গড়বেন সাকিব। এর আগে এই রেকর্ড গড়েন আফ্রিদি।
৮৭ ম্যাচে ৮৮ উইকেটের পাশাপাশি ১২৭৫ রান রয়েছে পাকিস্তানের আফ্রিদির। আফ্রিদি ৬৯ তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে দেন। আর ৩৮ ম্যাচেই ৮৪৩ রান এবং ৪৫ উইকেট সাকিবের দখলে।
নতুন কীর্তিটি গড়তে পারলে বড় গলায় ভক্তরা বলতেই পারবেন যে সাকিবের কাছে আফ্রিদি ভিলেন!
৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�