শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১২:৩১:১৬

ছক্কা হাঁকানো রনির বলের খোঁজ নেই

ছক্কা হাঁকানো রনির বলের খোঁজ নেই

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নতুন মুখ আবু দায়দার রনি। বিপিএলে খেলার মধ্যে দিয়ে জাতীয় দলে পা রাখেন আবু হায়দার রনি। সিনিয়রদের সাথে শক্তি পরীক্ষায় মাঠে নামেন। বোলার হিসাবে দলে ডাক পান আবু হায়দার রনি। কিন্তু এই বোলার রনি ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন। বলটি গ্যালারিতে না গ্যালারির বাইরে গিয়ে বলটি আশ্রয় নিয়েছেন সেটি আর খুঁজেই পাওয়া গেল না। দলে নতুন মুখ হিসাবে ডাক পান নুরুল হাসান সোহানও। সোহানের বলের আঘাতে আহত হন বিসিবির গ্রান্ডসম্যান। অনুশীলন মাঠে রনি হাঁকান বিশাল এক ছক্কা। ছক্কা হাঁকিয়ে সিনিয়রদের জানান দেন দলের বোঝা নয় সহায়ক হতেই এসেছেন তিনি। রনির ছক্কা হাঁকানো বলটি আর খুঁজেই পাওয়া গেল না। দলের দুই নতুন মুখ এখনো মাঠের যুদ্ধে না নামলেও অনুশীলন মাছে বেশ ভালো করছেন। নতুন বছরে ক্রিকেটে সাফল্য আনতে সহায়ক হতে পারেন রনি ও সোহান। ৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে