মঙ্গলবার, ০৮ জুন, ২০২১, ০৬:৫০:৫৫

চার-ছক্কায় দলীয় সর্বোচ্চ রান করল সৌম্য সরকার

চার-ছক্কায় দলীয় সর্বোচ্চ রান করল সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: আজ আবারো দারুণ খেলা দেখালেন। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ৫০ বল খেলে ৬টি চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হন মুকিদুল ইসলাম। তার আউটের মধ্য দিয়ে ২০ ওভারে ১৫০/৮ রানে ইনিংস গুটায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় আবাহনী। ৮.২ ওভারে মাত্র ৪৮ রানেই টপঅর্ডার তিন ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম, নাজুমল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী দলটি।

পাঁচ নম্বর পজিশনে খেলতে নামা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ৫৮ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নির্ধারিত ওভারের ১২ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক।

৭ উইকেটের জয়ে ৩৫ বলে ৪টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন মুশফিক। ২৮ বলে ৪টি চার ও তিন ছক্কায় ৫০ রান করেন মোসাদ্দেক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে